- Advertisement -
- Advertisement -
আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানিয়ে দেবে গুগলের নতুন টুল

আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কিনা জানিয়ে দেবে গুগলের নতুন টুল

- Advertisement -

বেশ কয়েক মাস ধরেই অনেকের পাসওয়ার্ড বা ইউজার নেম হ্যাক হয়ে যাওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। আপনার পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না জানবেন কী ভাবে?

গুগল কিছু দিন আগেই একটি নতুন টুল বের করেছে ‘পাসওয়ার্ড চেক’। গুগল ক্রোমের এক্সটেনশন হিসেবে কাজ করছে ওই টুল। এর সাহায্যে আপনি সহজেই জেনে নিতে পারবেন আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কি না।

কী ভাবে গুগল পাসওয়ার্ড চেকআপ ডাউনলোড করতে হবে—

 

  • আপনার কম্পিউটারে গুগল ক্রোম ডাউনলোড করতে হবে
  • এর পর গুগল ক্রোম স্টোর থেকে পাসওয়ার্ড চেকআপ সার্চ করতে হবে
  • এর পর ‘অ্যাড টু ক্রোম’ বাটনে ক্লিক করে তা ইনস্টল করতে হবে।

কী ভাবে পাসওয়ার্ড চেকআপ কাজ করে—

আপনার অ্যাকাউন্টে লগ ইন করলে এটি নিজে থেকেই জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কি না। যদি আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে থাকে তা হলে লাল সিগনাল একটি বক্সে জ্বলে উঠবে এবং জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে ও পরিবর্তন করার কথা বলা হবে। আপনি এড়িয়ে গেলেও তা লাল হয়েই থাকবে যত ক্ষণ অবধি না আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করছেন।

কী ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন—

ক্রোমের ‘আরও জানুন’ বিভাগ থেকে সহজেই কী ভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় তা জানা যায়।

 

তথ্য সূত্র: আনন্দবাজার

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up