- Advertisement -
- Advertisement -
আসছে সস্তা আইফোন আবার

আসছে সস্তা আইফোন আবার

- Advertisement -

২০১৬ সালে প্রথম সস্তা স্মার্টফোন আনে অ্যাপল। কমদামি ‘আইফোন এসই’ বাজারে তখন বেশ সাড়া ফেলেছিল। এরপর আর এর পরবর্তী সংস্করণ বানায়নি অ্যাপল। প্রায় চার বছর পর ফের কমদামের আইফোন আনতে যাচ্ছে এ টেক জায়ান্ট। আগামী মার্চেই এ আইফোনের ঘোষণা আসতে পারে।

নতুন সস্তা আইফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কিছুটা ধারণাও দিয়েছে ব্লুমবার্গ। বলা হচ্ছে, সস্তা আইফোনটির স্পেসিফিকেশন ‘আইফোন ৮’-এর সমতুল্য হতে পারে। ২০১৭ সালে বাজারে আসা ৪ দশমিক ৭ ইঞ্চি স্ক্রিন সাইজের আইফোন ৮ এর দাম ছিল ৪৫০ ডলার থেকে শুরু।

নতুন সস্তা আইফোনটির স্ক্রিন সাইজও হবে ৪ দশমিক ৭ ইঞ্চি। তবে আইফোন ৮-এর মতো রেটিনা এইচডি ডিসপ্লে না থাকার সম্ভাবনাই বেশি। এতে থাকতে পারে এলসিডি স্ক্রিন। অন্যান্য আধুনিক ফিচারেও ছাড় দিতে হতে পারে। তবে প্রসেসর স্পিড একই থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

গত কয়েক বছরে আইফোনের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চার অংক পর্যন্ত উঠে গেছে। এতে দেখা যাচ্ছে, অ্যান্ড্রয়েডের আধিপত্যের কাছে আইফোনকে বেশ বেগ পেতে হচ্ছে। এর বিপরীতে লো প্রাইস এডিশনের আইফোনের বিক্রি সব সময়ই বেশি দেখা গেছে। সম্প্রতি বাজারে আসা আইফোন ১১ এর ক্ষেত্রেও এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

অবশ্য কমদামি আইফোন আনার ব্যাপারে অ্যাপলের পক্ষ এখনো কিছু জানানো হয়নি। বিশেষজ্ঞদের ধারণা, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ সুখবর আসতে পারে।

এদিকে এবছরই আরেকটি দামি ফোন বাজারে আনতে পারে অ্যাপল। এতে ৫জি নেটওয়ার্ক সমর্থনের পাশাপাশি শক্তিশালী প্রসেসর ও পেছনে নতুন থ্রিডি ক্যামেরা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


তথ্যসূত্র: টেকজুম.টিভি

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up