- Advertisement -
- Advertisement -
সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ স্মার্ট ফোনের জন্য

সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ স্মার্ট ফোনের জন্য

- Advertisement -

অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা ১০ অ্যান্ড্রয়েড অ্যাপ
বর্তমানে এমন একটা সময়ে আমরা বাস করছি। যখন অ্যান্ড্রয়েড ফোন ছাড়া আমরা কম্পনাও করতে পারি না। তাই আজকে আপনাদেরকে প্রয়োজনীয় ১০টি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিবো। তাহলে দেখে নেওয়া যাক অ্যাপ গুলোর পরিচিতি-

০১। WPS Office- Word, Docs, PDF, Note, Slide & Sheet – অ্যান্ড্রয়েড অ্যাপ
আমরা যারা কম্পিউটারে বিভিন্ন অফিসিয়াল কাজ কর্ম করে থাকি তাদের কাছে কম্পিউটারের এই সফটওয়ারগুলোর সাথে ভালই পরিচিত। আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলতে চাচ্ছি সেটি হলো মাইক্রোসফট অফিস প্রোগ্রাম গুলোর কথা। হে আপনার মাইক্রোসফট অফিস প্রোগ্রামের কাজ গুলো এই একটি অ্যাপের মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন আপনার স্মার্ট ফোনের সাহায্যে। এছাড়াও আরো বাড়তি কিছু কাজও করতে পারবেন। যেমন- Microsoft Office( Word, PowerPoint, Excel and Txt), Google Docs, Sheets, Slide, Adobe PDF and OpenOffice.

Free PDF Converter, PDF Reader and PDF Editor এছাড়াও যেকোন অফিস ফাইলকে পিডিএফ আকারে কনর্ভাট করতে পারবেন। আপনার এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তাহলে আর দেরি কেন জলদি ডাউনলোড করে নিন নীচের লিংক থেকে- Download App

০২। AZ Screen Recorder – No Root | অ্যান্ড্রয়েড অ্যাপ
AZ স্কিন রেকর্ডার আপনার স্মার্ট ফোনের স্কিন রেকর্ডস করার জন্য একটি সেরা অ্যাপস। এটি ব্যবহারের ফলে আপনার ফোনের রুট করার প্রয়োজন হয় না। এর সাহায্যে যা যা করতে পারবেন-

আনলিমিটেড টাইম স্কিন রেকর্ড করতে পারবেন।
ভিডিওতে কোন ওয়াটারমার্ক শো করবে না।
সম্পূর্ণ HD কোয়ালিটি ভিডিও রেকর্ডস করতে পারবেন।
এবং ভিডিওর সাথে অডিও রেকর্ডস করতে পারবেন।
এছাড়াও আরো বিভিন্ন সুবিধা আপনার ভোগ করতে পারবেন। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। নীচের ডাউনলোড লিংক থেকে এখনি ডাউনলো করে নিন। Download App

০৩। Camera360 – অ্যান্ড্রয়েড অ্যাপ
বিউটি ক্যামেরা অ্যাপ্লিকেশন হিসেবে এ অ্যাপটি গুগল প্লে স্টোরে দারুণ জনপ্রিয় অ্যাপ। এই অ্যাপটির সাহায্যে সেলফি ছবি, সেলফি স্টিকার এছাড়ও রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর ফিল্টার।

দারুণ এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন – Download App

০৪। Google Keep – অ্যান্ড্রয়েড অ্যাপ
প্রতিদিন খুঁটিনাটি বিভিন্ন বিষয় আমাদের নোট রাখতে হয়। আগেকার দিনে এসব কাজের জন্য সাথে একটা ডায়েরি রাখা হতো। আপনার হাতে যখন অ্যান্ড্রয়েড ফোন, তখন আর চিন্তা কী! প্লেস্টোর থেকে চটজলদি নামিয়ে ফেলুন এই অ্যাপটি। নোটের পাশাপাশি ছোটখাটো ফাইল এবং ছবিও পিন করে রাখা যায় এই অ্যাপটিতে। এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে নামাতে পারেন এই লিঙ্ক থেকে-Download App

০৫। Foxit PDF Reader & Editor – অ্যান্ড্রয়েড অ্যাপ
পিডিএফ ফাইলগুলো পড়ার জন্য সবচেয়ে পছন্দের আর একটি অ্যাপ হলো ফক্সিট রিডার। পিডিএফ সুবিধামত ফন্ট ও ভিউয়ে পড়ার পাশাপাশি এতে আছে পিডিএফ এডিটেরও সুবিধা। এর ব্যবহার অত্যান্ত ইউজার ফ্যান্ডলি।এটিও গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ব্যবহার করা যায়। এই লিংক থেকে ডাউনলোড করে নিন জলদি –Download App

০৬। KineMaster – Pro Video Editor অ্যান্ড্রয়েড অ্যাপ
যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন তাদের জন্য চমতৎকার একটি অ্যাপস। এই অ্যাপসটির সাহায্যে যেকোন ধরনের ভিডিও এডিটিং করা যায়। বিশেষ করে যারা মোবাইলে ইউটিবিং করতে চাও তারা এই অ্যাপসটির সাহায্যে ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে পারবেন। এর রয়েছে প্রিমিয়াম মানে বিভিন্ন ইফ্রেক্টস যা আপনার ভিডিওকে করবে অত্যান্ত আকর্ষনীয়। তাহলে আর দেরি কেন ডাউনলোড বাটনে ক্লিক করে এখনি ডাউনলোড করে নিন-Download App

০৭। Duolingo: Learn Languages Free – অ্যান্ড্রয়েড অ্যাপ
বিভিন্ন ভাষা শেখার জন্য একটি অসাধারণ অ্যান্ড্রয়েড অ্যাপ। ইংরেজির পাশাপাশি ফ্রেঞ্চ, জার্মান,স্প্যানিশের মত বহু ভাষার শব্দ শেখার একটা সুন্দর প্লাটফর্ম এই অ্যাপটি। অনেকগুলো লেভেলে কুইজে অংশগ্রহণের মাধ্যমে একজন ব্যবহারকারী এখান থেকে শিখতে পারবেন। পাশাপাশি রয়েছে কন্টিনিউয়াস এসেসমেন্টের ব্যবস্থা।

এমনকি আপনার কোনো ভাষা শেখায় অগ্রগতিও দেখাবে এই অ্যাপটি। সাথে রয়েছে বন্ধুদের চ্যালেঞ্জ করার সুযোগ এবং প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে আরো শানিয়ে নেওয়ার সুযোগ। এই অ্যাপটিও গুগল প্লে থেকে বিনামূল্যে নামাতে পারবেন – Download App

০৮। Blogger – অ্যান্ড্রয়েড অ্যাপ
যাদের ব্লগে লেখালেখির অভ্যাস আছে, তাদের জন্য অন্যতম সেরা একটি অ্যাপ এটি এবং যারা নিজের প্রথম ব্লগ খুলবেন বলে ভাবছেন, তাদের কাজ খুব সহজ করে দিয়েছে খুবই ছোট আকারের অসাধারণ এই অ্যাপটি।

গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড লিঙ্ক- Download App

০৯। WordPress – অ্যান্ড্রয়েড অ্যাপ
যাদের ওয়ার্ডপ্রেসে ব্লগিং করার ইচ্ছা তারা এই অ্যাপটি ব্যবহার করে খুব সহজে ব্লগিং শুরু করে দিতে পারেন। ওয়ার্ডপ্রেসের এই অ্যাপটির মাধ্যমে খুব সহজ করে দিয়েছে ওয়ার্ডপ্রেসে ব্লগিং করা – আর একটি কথা বলে রাখি আপনি ব্লগিং করে ইনকামও করতে পারেন। এই বিষয়েও আমি পরবর্তীতে টিউটোরিয়াল করবো।

এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ফ্রি ডাউনলোড করে নিন এই লিংক থেকে – Download App

১০। Dropbox – অ্যান্ড্রয়েড অ্যাপ।
গুগল ড্রাইভের মতই ক্লাউড স্টোরেজ সার্ভিস দেয় ড্রপবক্স। ড্রপবক্স বিনামূল্যেই ব্যবহার করা যায়। আপনার ফাইলগুলিকে একটি কেন্দ্রীয় স্থানে স্টোরেজ করে রাখতে পারেন এবং যাতে আপনি যে কোনও সময়ে তাদের অ্যাক্সেস করতে পারেন। এবং বড় ফাইল পাঠানো সহজ, এমনকি যাদের ড্রপবক্স অ্যাকাউন্ট নেই তাদের কাছেও। ডক স্ক্যানার, ভাগ করা ফোল্ডারগুলি, অফলাইন অ্যাক্সেস এবং আরো অনেক কিছু বৈশিষ্ট্যৎ রয়েছে।

গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন এই লিঙ্ক থেকে:-Download App

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up