- Advertisement -
- Advertisement -
শীঘ্রই ভারতে লঞ্চ হবে Oppo Find X2 সিরিজ ও Vivo X50 সিরিজ

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Oppo Find X2 সিরিজ ও Vivo X50 সিরিজ

- Advertisement -

দেশে লকডাউনের নিয়ম শিথিল হতেই ধীরে ধীরে প্রোডাক্ট লঞ্চ শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই ভারতে লঞ্চ হবে Oppo Find X2 সিরিজ ও Vivo X50 সিরিজের ফোনগুলি। এই সব ফোনেই থাকবে দুর্দান্ত স্পেসিফিকেশন। এক নজরে দেখে নিন।

Oppo Find X2 Pro স্পেসিফিকেশন

Oppo Find X2 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 512GB স্টোরেজ ও 4,260 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

Oppo Find X2 Pro -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Find X2 স্পেসিফিকেশন

Oppo Find X2 -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7.1 স্কিন চলবে। এই ফোনে 6.7 ইঞ্চি QHD+ ডিসপ্লে থাকছে। হোল-পাঞ্চ ডিজাইনের এই ডিসপ্লের 120Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB RAM, 256GB স্টোরেজ ও 4,200 mAh ব্যাটারি। সঙ্গে থাকছে 65W ফাস্ট চার্জিং।

Oppo Find X2 -র পিছনে তিনটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে একটি 12 মেগাপিক্সেল ও একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Find X2 Lite স্পেসিফিকেশন

Oppo Find X2 Lite-এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ColorOS 7 স্কিন চলবে। এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চি FHD+ 60Hz ডিসপ্লে। ডিসপ্লের নীচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB LPDDR4X RAM।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকছে। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 2 মেগাপিক্সেল সেন্সর। সেলফই তোলার জন্য এই ফোনে রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা।

Oppo Find X2 Lite-এ 4,025 mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে থাকছে 30W ফাস্ট চার্জিং। মাত্র 20 মিনিটে এই ফোনের ব্যাটারি 3 শতাংশ থেকে 50 শতাংশ চার্জ হবে।

Vivo X50 স্পেসিফিকেশন

Vivo X50-তে থাকছে 6.56 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।

Vivo X50 Pro স্পেসিফিকেশন

Vivo X50 Pro-তে থাকছে 6.56 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 765G চিপসেট, 8GB RAM ও 256GB স্টোরেজ। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় 48 মেগাপিক্সেল সেন্সর থাকছে। সেলফি তোলার জন্য রয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের ভিতরে রয়েছে 4,315 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33W ফাস্ট চার্জিং।

Vivo X50 Pro + স্পেসিফিকেশন

এই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। এছাড়াও থাকছে 44W ফাস্ট চার্জিং। এছাড়াও এই ফোনের সব স্পেসিফিকেশন Vivo X50 Pro-এর সঙ্গে মিলে যাবে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up