- Advertisement -
- Advertisement -
বাজারে এল Ather 450X ইলেকট্রিক স্কুটারের নতুন এডিশন, একচার্জে চলবে ৮৫ কিমি

বাজারে এল Ather 450X ইলেকট্রিক স্কুটারের নতুন এডিশন, একচার্জে চলবে ৮৫ কিমি

- Advertisement -

বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা Ather Energy আজ তাদের বহুচর্চিত 450X Collector’s Edition ইলেকট্রিক স্কুটারের ওপর থেকে পর্দা সরালো। প্রসঙ্গত, এই বছরের গোড়ার দিকেই Ather এই স্পেশাল এডিশান স্কুটারটির ঘোষণা করেছিল। তখন Ather জানিয়েছিল, Ather 450X ইলেকট্রিক স্কুটারটির দাম ও স্পেসিফিকেশন প্রকাশ করার আগেই যারা এটি প্রি-বুক করেছিলেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য 450X Collector’s Edition লঞ্চ করা হবে। সেইমতো Series 1 নামে এই 450X Collector’s Edition বৈদ্যুতিক স্কুটারটি আজ প্রকাশ্যে আনা হল।

450X Collector’s Edition Series 1 গ্লস মেট্যালিক ব্ল্যাক বডি কালারে এসেছে। এরসাথে কয়েকটি লাল দাগও দেখা যাবে। যা বিদ্যমান কালার স্কিমগুলির সাথে একেবারে পৃথক। কসমেটিকের দিক থেকে দেখলে স্কুটারটির প্রধান আকর্ষণীয় বিষয় এর ইনসাইড-আউট ডিজাইন৷ স্কুটারটি রঙিন সচ্ছ (ট্রান্সলুসেন্ট) রিয়ার বডি প্যানেলের সাথে এসেছে৷

উল্লেখ্য, স্কুটারে স্বচ্ছ প্যানেলের ব্যবহার ভারতে এই প্রথম৷ Ether জানিয়েছে, এই ট্রান্সলুসেন্ট রিয়ার বডি প্যানেলে শুধুমাত্র চ্যাসিস দৃশ্যমান হবে, তবে সিটের নিচে বুট স্টোরেজ দেখা যাবেনা।

Series 1 স্কুটার 450X মডেলটির মতো মেকানিক্যাল স্পেসিফিকেশন পেয়েছে৷ স্কুটারটি ৬ কিলোওয়াটের মোটর এবং ২.৯ কিলোওয়টারে লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত৷ এই মোটরের সর্বোচ্চ পাওয়ার এবং টর্ক আউটপুট হচ্ছে ৮ বিএইচপি এবং ২৬ এনএম৷ স্কুটারটিতে Eco, Ride, Sport এবং Wrap এই চারটি রাইডিং মোডে আছে। Wrap মোডে চালক স্কুটারের গতি মাত্র ৩.৩ সেকেন্ডেই ০-৪০ কিমি/ঘন্টা এবং ৬ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘন্টা এক্সেরালেট করতে পারবেন৷ এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিমি/ঘন্টা৷ একক চার্জে Wrap মোডে চালালে এর রাইডিং রেঞ্জ ৮৫ কিমি৷

450X স্কুটারের মতো এর ইলেকট্রনিক ফিচারের মধ্যে আছে ৭ ইঞ্চির টাচস্ক্রিন ড্যাশবোর্ড, অনবোর্ড ডায়াগনস্টিক্স, ম্যাপ নেভিগেশানের জন্য  অ্যান্ড্রয়েড বেসড ওএস, ব্লুটুথ ও ওয়াইফাই কানেক্টিভিটি, এমবেডেড ফোর জি সিমকার্ড। এছাড়া স্কুটারটিতে থাকবে টায়ার প্রেশার মনিটর, রিভার্স ও ফরোয়ার্ড মোডের সাথে পার্ক অ্যাসিস্ট সিস্টেম এবং রিজেনারেটিভ ব্রেকিংয়ের মতো ফিচার৷

Ather নভেম্বর থেকে বেঙ্গালুরু, চেন্নাই, কোজিকোড, মুম্বই, হায়দরাবাদ, কোচি, কোয়েম্বাটোর, দিল্লি এনসিআর, পুনে, আহমেদাবাদ এবং কলকাতায় Series 1 স্কুটারটির শিপিং শুরু করবে বলে জানিয়েছে। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে, এর প্রথম ব্যাচ ব্ল্যাক প্যানেলের সাথে আসতে চলেছে এবং আগামী বছরের মে মাসে গ্রাহকরা সেটি ট্রান্সলুসেন্ট প্যানেলে আপগ্রেড করতে পারবেন।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up