- Advertisement -
- Advertisement -
- Advertisement -

তাইওয়ানের কোম্পানি আসুস তাদের গতবছরের ফ্ল্যাগশিপ ফোন, Asus Zenfone 5Z এর দাম কমিয়ে দিলো। তবে এটি কোনো সীমিত সময়ের অফার নয়, বরং এই দামেই ফোনটি এবার থেকে পাওয়া যাবে। কোম্পানি আসুস জেনফোন 5Z এর দাম 3,000 টাকা কমিয়েছে। এই নতুন দাম ফোনটি বুধবার থেকে ফ্লিপকার্টে কিনতে পারবে।

Asus Zenfone 5Z নতুন দাম :

এই ফোনের 6 জিবি র‌্যাম +128 জিবি স্টোরেজ মডেলটির নতুন দাম 24,999 টাকা। আগে এর দাম ছিল 27,999 টাকা। 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ মডেলটির দাম 31,999 টাকা থেকে কমে হয়েছে 28,999 টাকা।

গত কয়েকদিনে কোম্পানি Zenfone Max M1 এবং M2 এর দাম কমিয়েছিলো। 1,500 টাকা দাম কোমর পর Zenfone Max M1 এর নতুন দাম হয়েছে 7,999 টাকা। আবার Max M2 ফোন 1000 টাকা কমে 7,999 টাকা থেকে কেনা যাবে।

Asus 5z এর ফিচার : ডুয়াল ন্যানো সিম সাপোর্ট যুক্ত Asus 5z এ আছে 6.2 ইঞ্চি ফুল HD+ (1080×2246 পিক্সেল), সুপার আইপিএস ডিসপ্লে। এছাড়া আছে গরিলা গ্লাস প্রটেকশন। প্রসেসর হিসেবে রয়েছে অক্টা কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 চিপসেট, এর সাথে এড্রেনো 630 Gpu এবং সর্বোচ্চ 8 জিবি র‌্যামের সুবিধা। এবং এতে 2 টিবি পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড সাপোর্ট করবে।

ফটো এবং ভিডিওর জন্য আসুস 5 জেডে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা যাতে প্রাইমারি ক্যামেরা 12 মেগাপিক্সেল SONY IMX363 সেন্সর থাকছে যার অ্যাপারচার f/1.8। এবং সেকেন্ডারি ক্যামেরা 8 মেগাপিক্সেল Omnivision 8856 সেন্সর ফোকাস সমেত এবং থাকছে 120° চওড়া f/2.2 লেন্স। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেল Omnivision 8856 সেন্সর। ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং করা যাবে। এছাড়া এই ফোনে আছে 3300 mAh ব্যাটারি, যাতে Quick charge 3.0 সাপোর্ট করে।

- Advertisement -
আরো দেখুন
মন্তব্য
- Advertisement -

Register

OR

Do you already have an account? Login

Login

OR

Don't you have an account yet? Register

Newsletter

Submit to our newsletter to receive exclusive stories delivered to you inbox!

keyboard_arrow_up